সর্বশেষঃ

বরিশালে ২৪ ঘন্টায় শনাক্ত ১১৪, মৃত্যু ৩ জনের

গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে করোনাভাইরাসে নতুন আরো ১১৪ জন শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫১ জনে।

নতুন শনাক্তদের মধ্যে সর্বোচ্চ শনাক্ত পটুয়াখলি জেলায় ৩০ জন। পরবর্তীতে রয়েছে বরিশাল জেলায় ১৮ জন, ভোলা জেলায় ১২ জন, পিরোজপুর জেলায় ৩ জন, বরগুনা জেলায় ২৫ জন, ঝালকাঠি জেলায় ২৬ জন।

চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগে মোট মৃত্যু হয়েছেত ৮০ জনের।

মৃত ব্যক্তিদের একজন বরিশাল, একজন ঝালকাঠি ও অন্যজন পটুয়াখালি জেলার বাসিন্দা।

এই সময়ে নতুন করে সুস্থ হয়েছে ২৭ জন । এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ১২৬০ জন।

৩৬৫১ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত ১৭৭৫ জন। পরবর্তীতে রয়েছে পটুয়াখালীতে ৫৭২ জন, ভোলায় ৩৫৭ জন, পিরোজপুরে ৩১৩ জন, বরগুনায় ৩৪৫ জন ও ঝালকাঠিতে ২৮৯ জন।

এমন তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

এ বিষয়ে ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশাল বিভাগে শনাক্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও অনেক। তবে সচেতনতা না হওয়ায় শনাক্তের সংখ্যা কমাতে পারছি না।