সর্বশেষঃ

বিশ্বজুড়ে সবচেয়ে কম তেল সরবরাহ হয়েছে জুনে

নিজস্ব প্রতিবেদক

নয় বছরের মধ্যে গত জুন মাসে বিশ্বব্যাপী সবচেয়ে কম তেল সরবরাহ হয়েছে। শুক্রবার (১০ জুলাই) মাসভিত্তিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি এজেন্সি-আইইএ। এর কারণ হিসেবে বলা হয়েছে, জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক, জ্বালানি তেলের উত্তোলন বড় আকারে কমিয়ে দিয়েছে।

জুনের হিসাবে দেখা যায়, বিশ্বব্যাপী গড়ে দৈনিক তেলের সরবরাহ কমেছে ৮৬.৮৬ মিলিয়ন ব্যারেল। যা মে মাসের তুলনায় ২.৩৯ মিলিয়ন ব্যারেল কম। করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদা কমছে। করোনার মহামারী নিয়ন্ত্রণে লকডাউন কার্যকর থাকায় বাৎসরিক হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় দৈনিকভিত্তিতে চাহিদা কমেছে ১৬.৪ মিলিয়ন ব্যারেল।

আইএ’র পূর্বাভাস, ২০২০ সালে জ্বালানি তেলের দৈনিক চাহিদা কমবে ৭.৯ মিলিয়ন ডলার। যদিও ২০২১ এই ঘাটতি থেকে আবার ৫.৩ মিলিয়ন ব্যারেলের চাহিদা বাড়বে।

২০২০ সালে জ্বালানি তেলের সবচেয়ে বেশি চাহিদা থাকবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, ৩৩.৭ মিলিয়ন ব্যারেল। এরপর আমেরিকার চাহিদা ২৮.৯ মিলিয়ন ব্যারেল আর ইউরোপের চাহিদা ১৩.৫ মিলিয়ন ব্যারেল।
গ্লোবাল টাইম ২৪ডটকম

আইইএ’র পূর্বাভাস ছিল ২০২০ সালে বৈশ্বিক চাহিদা থাকবে দৈনিক ৯২.১ মিলিয়ন ব্যারেল আর আগামী বছরে তা দাঁড়াবে ৯৭.৪ মিলিয়ন ব্যারেলে।