সর্বশেষঃ

ব্যক্তিগত গাড়িই এখন রুপ নিয়েছে গণপরিবহন

ঢাকা : ব্যক্তিগত গাড়িই এখন রূপ নিয়েছে গণপরিবহনে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে, গাদাগাদি করে ভাড়ায় যাত্রী পরিবহন করছে প্রাইভেট কার। এতে করোনার সংক্রমণ ঝুঁকি বাড়লেও খুব একটা নজরদারি নেই প্রশাসনের।

গাবতলীতে আসা এই পরিবারটির গন্তব্য লালমনিরহাট। গণপরিবহন না থাকায় ব্যক্তিগত গাড়িতে যাত্রী হিসেবে যাবেন শিশুসহ এই চারজন। ভাড়া গুনতে হবে সাড়ে সাত হাজার টাকা।

গণপরিবহন বাদে ব্যক্তিগত গাড়ি চলাচলে অনুমতি দেয়ার পর মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা ভাড়া করে বাড়ি ফিরছেন রাজধানীবাসী।

গাবতলী, আবদুল্লাহপুর, যাত্রাবাড়ীসহ ঢাকায় আসা-যাওয়ার সব পথ দিয়েই যাত্রীর আনাগোনা। ব্যক্তিগত যানবাহনে অপরিচিতদের গাদাগাদি করে এই ঈদযাত্রা করোনার ঝুঁকি বাড়ালেও একেবারেই তোয়াক্কা করছেন না যাত্রীরা।

যাতায়াতের অনুমতি দিয়ে নীরব ভূমিকায় পুলিশ। যদিও তাদের দাবি, সবকিছুই নজরদারিতে। দেশে করোনা সংক্রমণের আশি ভাগেরও বেশি রাজধানীতে। তাই ঈদে রাজধানীবাসীর ঘরে ফেরায় বাড়ছে গ্রামে করোনা সংত্রমণের ঝুঁকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *