সর্বশেষঃ

চীনা মার্শাল আর্টের জবাবে ভারতের ভয়ংকর ‘ঘাতক’

চলমান উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে চীন মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্তবাহিনী মোতায়েন করেছে এবং তাদের জবাব দিতে ভারতও ‘ঘাতক’ কমান্ডো প্রস্তুত রেখেছে।
সম্প্রতি চীনের নতুন কৌশল সামনে আসার পরই ভারত এ বাহিনী প্রস্তুত করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ।
ওই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী সম্পর্কে সংবাদমাধ্যমটি জানাচ্ছে:
কর্নাটকের বেলগামে ৪৩ দিন ধরে তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।
শারীরিক ক্ষমতা আরও বাড়াতে কড়া প্রশিক্ষণ দেয়া হয় তাদের।
প্রশিক্ষণের সময় ৩৫ কেজি ওজন নিয়ে ৪০ কিলোমিটার ছুটতে হয় তাদের।
অস্ত্র প্রশিক্ষণ ছাড়াও ঘাতক কমান্ডোদের হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের প্রশিক্ষণ দেয়া হয়।
তারা মার্শাল আর্টে দক্ষ।
মরুভূমি ও দুর্গম এলাকার জন্য আলাদা প্রশিক্ষণ দেয়া হয় এই ‘ঘাতক’ কমান্ডোদের।
ঘাতক কমান্ডোদের এক ইউনিটে একজন অফিসার ও একজন জেসিওসহ ২২ জন কমান্ডো থাকেন।
ঠিক একইরকমভাবে আরেকটি দল রিজার্ভে প্রস্তুত থাকে।
ফলে সবমিলিয়ে একটি ইউনিটে ৪০ থেকে ৪৫ জন ‘ঘাতক’ কমান্ডো থাকেন।