সর্বশেষঃ

‘আমি নিয়মিতই বর্ণবিদ্বেষের শিকার হয়ে আসছি’

যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষের শিকার হয়ে শ্বেতাঙ্গ পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র জুড়ে বইছে প্রতিবাদের দাবানল। ধীরে ধীরে এই প্রতিবাদ ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন দেশের ফুটবলাররা প্রায়ই এর বিরুদ্ধে প্রতিবাদ করে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেট তারকা ক্রিস গেইল জানালেন তিনিও বর্ণবাদ শিকার হয়েছেন বহুবার।

ক্রিকেট পাড়ায় মারকুটে ব্যাটসম্যানের খ্যাতি আছে ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় ক্রিস গেইলের। ক্যারিয়ারে ১০৩ টেস্ট, ৩০১টি ওয়ানডে আর ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে ১৯ হাজার ৩২১ রান রয়েছে গেইলের নামের পাশে।

গেইলের দাবি, বিভিন্ন স্থানে তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়ে হয়েছেন। টুইটার ও ইনস্টাগ্রামে এই ওপেনার বলেন, ‘সবার মতো কৃষ্ণাঙ্গদেরও বাঁচার অধিকার আছে। বিশ্ব ভ্রমণ করে আমিও বর্ণবিদ্বেষের শিকার হয়েছি। শুধু কৃষ্ণাঙ্গ বলেই আমাকে ভোগান্তি পোহাতে হয়েছে। বিশ্বাস করুন, তালিকাটা অনেক বিশাল।’

টুইটারে তিনি আরো বলেন, ‘বর্ণবিদ্বেষ শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও রয়েছে। এমনকি দলের মধ্যেও এর প্রভাব পড়ে। দিনশেষে কৃষ্ণাঙ্গরাই শক্তিশালী ও গর্বিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *