সর্বশেষঃ

‘ইউএনও ওয়াহিদা এখন শঙ্কামুক্ত’

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মাথায় অস্ত্রেপাচারস্থলের সেলাই কাটা হয়েছে আজ শনিবার। তিনি এখন আশঙ্কামুক্ত। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেন এ কথা জানিয়েছেন।

এর আগে ওয়াহিদার অস্ত্রোপচারস্থল মুখ ও কপালের সেলাই কাটা হয়। তিনি এখন ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নিউরো ট্রমা সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেনের অধীনে আছেন।

অধ্যাপক জাহেদ হোসেন বলেন, ওয়াহিদাকে হাসপাতালের বেডে দিতে চাইলেও দর্শনার্থীদের ভিড়ের কারণে দিচ্ছেন না। রোগীর ভিড়ে তার শরীরে ইনফেকশন দেখা দিতে পারে। তাই হাসপাতালের হাইডিপেডিন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।
তিনি বলেন, তার ডান দিকটা অবশ। তবে তিনি এখন ডান হাতের আঙুল নাড়াচাড়া করতে পারছেন। ফিজিওথেরাপি দিলে অবশ থেকে তাঁর অবস্থা স্বাভাবিক হতে পারে। তাঁকে এখন নরম খাবার খেতে দেওয়া হচ্ছে।