সর্বশেষঃ

কৌশলে ইসরাইলের পক্ষ নিল আরব লীগ

সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিকের চুক্তির নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আরব লিগ। এ ঘটনাকে কৌশলে আরব লীগ ইসরাইলের পক্ষ নিয়েছে বলে মনে করছে ফিলিস্তিন।

প্রতিক্রিয়ায় গাজার ইসলামি জিহাদ সংগঠন জানিয়েছে, ফিলিস্তিনের উচিৎ আরব লিগ ত্যাগ করা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
ইসলামি জিহাদের রাজনৈতিক ব্যুরো প্রধান মোহাম্মদ আল হিন্দি জানান, আমিরাত-ইসরাইল বিশ্বাসঘাতকার চুক্তির নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আরব লিগ। যারা ফিলিস্তিনিদের ত্যাগ করেছে লিগ তাদের পক্ষ নিয়েছে তারা। গ্রহণ করেছে ইসরাইলকে। আরব লিগ ছাড়ার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরব দেশগুলোর জনগণ ফিলিস্তিনিদের প্রতি সর্বদা আন্তরিক থাকলেও তাদের শাসকরা তাদের প্রতিনিধিত্ব করছে না। বলেন, আল হিন্দি।
বুধবার আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, আমিরাত-ইসরাইল চুক্তির নিন্দা জানানোর জন্য একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। নাম উল্লেখ না করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, কয়েকটি আরব দেশ ওই চুক্তির নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে।