সর্বশেষঃ

গণভোট হলে আলোচনার সব পথ বন্ধ হয়ে যাবে, ইউক্রেনের হুশিয়ারি

রাশিয়ায় যোগ দিতে ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোতে যদি কোনো ধরনের গণভোট আয়োজন করা হয় তাহলে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে এমন হুশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা জানায়, তারা খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানেস্কে গণভোট আয়োজন করবে। এরপর রাশিয়ার সঙ্গে এসব অঞ্চল যুক্ত করা হবে।

আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র সেরহি নাইকোফোরোভ বলেছেন, গণভোট ছাড়া, সমস্যা সমাধানে খুবই সামান্য কূটনৈতিক উপায় আছে। গণভোটের পর, কোনো সুযোগ নেই।

অন্যদিকে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক বলেছেন, যদি রাশিয়া কোনো ধরনের গণভোট আয়োজন করে তার জবাব যেন দেওয়া হয় রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে আরও বেশি করে অস্ত্র পাঠানোর মাধ্যমে। যার মধ্যে থাকবে এটিএসিএমএস মিসাইল লঞ্চারও। এই মিসাইল লঞ্চার দিয়ে প্রায় ৩০০ কিলোমিটার দূরে হামলা করা যায়।

সূত্র: আল জাজিরা