সর্বশেষঃ

চিত্রনাট্য লিখছেন শেখ সেলিম, অভিনয়ও করবেন

দেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার চিত্রনাট্য লিখছেন এর অন্যতম সাক্ষী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সেখানে তিনিই নিজের চরিত্রে অভিনয় করবেন।
অভিনেত্রী নিপুণ আক্তার গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।
নিপুণ বলেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান টিউলিপ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানার থেকে এই ইতিহাসনির্ভর কাজটি নির্মিত হচ্ছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি আরও বলেন, সেলিম আঙ্কেল আমার বাবার বন্ধু। আমি তাকে বুঝিয়ে কাজটি করার চেষ্টা করছি। তিনি এর মধ্যে লেখা শুরু করেছেন। নিজের চরিত্রে অভিনয়ের জন্য সম্মতিও দিয়েছেন।
বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নিপুণ।