সর্বশেষঃ

চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় আরও এক সেনা নিহত

সীমান্তে নিয়ে চীন ও ভারতের মধ্যে আবারো উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। হিমালয় সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষে ভারতের স্পেশাল ফোর্সের একজন সদস্য নিহত হয়েছে। ২৯ আগস্ট, শনিবার এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি।

কিন্তু ১ সেপ্টেম্বর, মঙ্গলবার তিব্বতের নির্বাসিত সংসদ সদস্য নামগিয়াল দোলকার লহ্যগারি এই তথ্য জানায়। তিনি বলেন, গত শনিবার রাতে ‘সংঘর্ষের সময়’ তিব্বতি বংশোদ্ভূত ওই ভারতীয় সৈন্য ‘শহীদ’ হন। তবে তিনি নিহত ওই সৈন্যের নাম বলতে পারেননি। সংবাদ সংস্থা এএফপি’র বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আলজাজিরা।

তিনি আরো বলেন, স্পেশাল ফোর্সের আরেক সদস্য যিনি অনেক তিব্বতিকে বাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন। যারা নিজেদের অঞ্চলে চীনের দাবির বিরোধিতা করছে। তারাও এই অভিযানে আহত হয়।

এদিকে চীনের পরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং গত বুধবার বলেছিলেন, হঠাৎ হওয়া এই সংঘর্ষে কোনো ভারতীয় সেনা নিহত হয়নি।

প্রসঙ্গত, লাদাখে চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর দুই মাস পর এই ঘটনা ঘটলো। গত ৪৮ ঘণ্টায় সংগঠিত দুটি সংঘর্ষের ঘটনায় এটিই প্রথম মৃত্যু।