সর্বশেষঃ

জামায়াত শিবির নেতাদের কাধে আল্লামা শফীর লাশ !

প্রশ্ন হাটহাজারী মাদ্রাসা ও হেফাজত কি জামায়াতের নিয়ন্ত্রনে?

স্টাফ রিপোর্টার ॥ জামায়াত-শিবির নেতাদের কাধে হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজত ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর মরদেহ! বিষয়টি উদ্বেগের হলেও শনিবার আল্লামা আহমদ শফীর জানাজায় ঘটেছে এমনই ঘটনা। জামায়াতের প্রভাবশালী দুই শীর্ষ নেতা, সাবেক এমপি ও শিবিরের বর্তমান সেক্রেটারি কাধে বহন করেছেন আহমদ শফীর লাশের খাটিয়া। ইসলামিক নিয়ম ও ধর্মীয়ভাবে রীতি অনুসারে পরিবারের সদস্য অথবা নিকট আত্মীয়দেরই এ খাটিয়া বহন করতে দেখা যায়। ফলে প্রশ্ন উঠেছে, হাটহাজারী মাদ্রাসা ও হেফাজত ইসলাম এখন কি জামায়াতের নিয়ন্ত্রনে?

আহমদ শফীর মরদেহ জামাত নেতাদের কাঁধে বহন করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হয়ে পড়েছে ঘটনার ভিডিও, ছবি। হেফাজতে ইসলামসহ অন্যান্য ধর্মীয় রাজনৈতিক সংগঠনের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। জামাত নেতাদের পাশে উপস্থিত কওমি মাদ্রাসা সংগঠনের অন্যতম নেতা আল্লামা মামুনুল হকের উপস্থিতি এ বিতর্ক আরো বাগিয়েছে। মামুনুল হকের জামাত সম্পৃক্ততা নিয়ে আগেই ছিল বিতর্ক।

আহমেদ শফীর জানাজা সম্পন্ন হওয়ার পর তার লাশ যখন কহন করতে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় মাওঃ মামুনুল হক, জামায়াতের চট্টগ্রামের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক এমপি ও জামায়াতের বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিয়া গোলাম পরওয়ার ও ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আয়ুবী তার লাশ বহন করছেন। এসময় উপস্থিত ছিলেন জামাতের বহু নেতা।

জামায়াত শিবিরের কাধে শফীর লাশ বহনে হেফাজতের গন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। আল্লামা শফীর শেষ যাত্রায় এতদিনের অভিযোগ আবার আমনে চলে এসেছে। এদিকে কোন রাগঢাক না নিয়েই জানাজায় অংশ নেয়া জামায়াত শিবির নেতাদের তালিকা প্রকাশ করেছে জামায়াত। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল্লামা শাহ্ আহমদ শফী রাহিমাহুল্লাহু এর জানাযায় অংশগ্রহণ করেছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বলা হয়, সেক্রেটারি জেনারেলের সঙ্গে জানাযায় আরো অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখার সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ উল্লাহ ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আইয়ুবীসহ ্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতা-কর্মী।