সর্বশেষঃ

জামিন জালিয়াতি করে কারাগার থেকে বের হয়েছেন হত্যা মামলার ৫ আসামি

২০১৯ সালের খুলনার টিপু শেখ হত্যা মামলায় হাইকোর্টে জামিন জালিয়াতি করে কারাগার থেকে বের হয়ে গেছেন পাঁচ আসামি।

পাঁচ আসামি হলো- লুৎফর, সোহাগ, সেলিম, জুয়েল, আব্দুল্লাহ। এই ৫ আসামি গত ১৮ মে ভার্চুয়াল আদালতে জামিন জালিয়াতি করে বের হয়ে যান।

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর খুলনার গাজীরহাট বাজারের পাশে কাঁঠালতলা ভ্যান স্ট্যান্ডে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতিভাবে টিপু শেখকে হত্যা করা হয়। এ ঘটনায় টিপু শেখের পিতা আলমগীর শেখ বাদি হয়ে দিঘলিয়া থানায় ৩২ জনের বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর মামলা করেন।

পাঁচ আসামির জামিন জালিয়াতির ঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অনুসন্ধান করে হাইকোর্টে জামিন বাতিলের আবেদন করছেন। এ বিষয়ে বুধবার (১০ জুন) দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।

নিহত টিপু শেখের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ৭টি মামলা ছিলো বলে জানিয়েছে খুলনা জেলা ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *