সর্বশেষঃ

পাঠাও’য়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার

নিউইয়র্কের নিজ অ্যাপার্টমেন্ট থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও’য়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ইলেকট্রিক করাত জব্দ করা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ফাহিমের মরদেহের বিষয়ে পুলিশকে জানান তার বোন। এরপর ঘটনাস্থল থেকে তার ছিন্ন-বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভির ফুটেজে সবশেষ সোমবার (১৩ জুলাই) ফাহিমকে নিজ বাসার লিফটের সামনে দেখা যায়।

পুলিশ ধারণা করছেন, লিফটের ভেতরেই ফাহিমকে আক্রমণ করেন ঘাতক।
প্রায় বিশ কোটি টাকা দিয়ে গত বছর নিউইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন ৩৩ বছর বয়সী ফাহিম। পাঠাওয়ের মতো তিনি নাইজেরিয়ায় আরো একটি মোটর বাইক শেয়ারিং প্রতিষ্ঠান চালু করেছিলেন। সে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে ছিলেন ফাহিম সালেহ।