সর্বশেষঃ

প্রতি চারজেনর নমুনা পরীক্ষায় একজন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় দুই হাজার ৬৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অর্থাৎ প্রায় প্রতি চারজনের নমুনা পরীক্ষায় একজন করোনাভাইরাস রোগী শনাক্ত হচ্ছে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩০ জন মারা গেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৩০৫ জনের মৃত্যু হলো।

বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিন মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮১ হাজার ১২৯ জন।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৬২৮ জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৮,০৩৪ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৯,২৯৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার ১৯.৪৯ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তাদের মধ্যে ২৫ জন পুরুষ আর পাঁচজন নারী।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

গ্লোবাল টাইম ২৪ডটকম