সর্বশেষঃ

বরিশালে আসছে ২১ দিনের কঠোর লকডাউন

বরিশালে আসছে এলাকাভিত্তিক ২১ দিনের কঠোর লকডাউন।

ইতোমধ্যে রেড জোন এলাকার ম্যাপিং এবং লকডাউনের অন্যান্য কাজ সম্পন্ন করেছে বরিশাল জেলা প্রশাসন ও সিভিল সার্জন।

এমন তথ্য গ্লোবাল টাইম টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস বলেন, আজ দুপুরে আমাদের এ বিষয়ে সভা আছে, এর পরে আমরা বলতে পারব কবে থেকে এই লকডাউন কার্যকর হবে।

তিনি বলেন, যেহুতু বরিশাল নগরী এবং জেলা উভয় লকডাউনের আওতায় আসছে তাই সকল বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমেই আমাদের এই কাজ বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক লাল, হলুদ ও সবুজ জোনে চিহ্নিত করা হয়েছে। বরিশাল নগরী এবং জেলার ১০ উপজেলায় জোনিং তালিকা অনুযায়ী জোনিং সিস্টেম গাইডলাইন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগকে অনুরোধ করেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

উল্লেখ্য, বরিশাল বিভাগে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬৯ জনে। যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত ৯৭৮ জন, পটুয়াখালীতে ১৯২ জন, ভোলায় ১৪০ জন, পিরোজপুরে ১২৭ জন, বরগুনায় ১৩৫ জন ও ঝালকাঠিতে ৯৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *