সর্বশেষঃ

বরিশালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

বরিশাল সরকারি জেনারেল হাসপাতালের (সদর) চর্ম ও যৌন রোগ বিভাগের সিনিয়র কন্সালট্যান্ট ডা. মো. এমদাদ উল্লাহ খান করোনার উপসর্গ নিয়ে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিটে মারা যান তিনি।

এর আগে করোনা উপসর্গসহ মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয় ডা. মো. এমদাদ উল্লাহ খান।

স্ত্রী ও দুই সন্তানের জনক ডা. এমদাদুল্লাহ খান গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভূগছিলেন।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তার অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত তাকে শেবাচিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
শুক্রবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, ডা. মো. এমদাদ উল্লাহ’র হার্টে আগেই রিং বসানো ছিল।

ডা. এমদাদ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে ১১তম ব্যাচে এমবিবিএস পাশ করেন।
এ নিয়ে বরিশালে করোনা এবং উপসর্গ নিয়ে দুইজন ডাক্তারের মৃত্যু হলো। এর আগে গত ৯ জুন বরিশালের বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের চিকিৎসা চলছে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *