সর্বশেষঃ

বরিশালে দর্জি শ্রমিকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন

বরিশাাল: দর্জি শ্রমিকদের নিয়োগপত্র ও সার্ভিস বই প্রদান, ২০১৮ সালের গেজেট অনুযায়ী বকেয়াসহ কাজের মজুরী প্রদান এবং শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে সোমবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মহানগর দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক তুষার সেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, দর্জি শ্রমিক নেতা বাবুল কর্মকার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা এ, কে আজাদ, নৌযান শ্রমিক নেতা শেখ আবুল হাসেম ও মহানগর দোকান কর্মচারী সমিতির সভাপতি স্বপন দত্ত সহ অন্যান্যরা। বক্তারা দর্জি শ্রমিকদের নিয়োগপত্র ও সার্ভিস বই প্রদান, ২০১৮ সালের গেজেট অনুযায়ী বকেয়াসহ কাজের মজুরী প্রদানের দাবি জানান এবং শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদ করেন। মানববন্ধন শেষে একই দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। 

পরে তারা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।