সর্বশেষঃ

ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপের কাছে চীনা নৌঘাঁটি কি ভারতের আশেপাশে ” স্ট্রীং অফ পার্ল” গঠন করতে?

ভারত মহাসাগরের অন্তর্গত মালদ্বীপের একটি দ্বীপকে ( Feydhoo Finolhu) চীন সামরিক ঘাঁটিতে পরিণত করছে। চার মিলিয়ন ডলার বিনিময়ে ২০৬৬ সাল পর্যন্ত লীজ নিয়ে দ্রুত গতিতে সামরিক অবকাঠামো নির্মাণ করে যাচ্ছে চীন, যদিও শুরুতে চীন জানায় যে এটি তারা ওয়ান-বেল্ট-ওয়ান-রোড এর আওতায় বাণিজ্যিক কারণে ব্যবহার করবে। কিন্তু কার্যত তারা যে এটি সামরিক কাজেই ব্যবহার করবে, তা’ স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। ভারত আতঙ্কিত। এর ফলে চীন ভারতকে তিন দিক থেকে ঘিরে ফেলতে যাচ্ছে। এর আগে তারা পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারের বন্দর ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
ভারত মহাসাগর এখন কার্যত চীনের প্রভাব বলয়ে চলে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *