সর্বশেষঃ

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত সংঘর্ষ; মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান

আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর দু’পক্ষের মধ্যে সমঝোতা করার প্রস্তাব দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একইসঙ্গে দুই পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে তেহরান।

গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আলাদাভাবে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী ইলমার মোহাম্মদ ইয়ারব এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব এমনাতসাকানিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

টেলিফোন সংলাপের সময় জাওয়াদ জারিফ দু পক্ষকেই ধৈর্যধারণ এবং আলোচনায় বসার আহ্বান জানান। এছাড়া, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এ দুই প্রতিবেশীর মধ্যকার চলমান উত্তেজনা কমানোর ক্ষেত্রে মধ্যস্থতা করার জন্য ইরান প্রস্তুত বলেও তিনি জানান।

গত রোববার আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে সংঘর্ষ শুরু হয় এবং কয়েকদিন ধরে তা অব্যাহত রয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে যার মধ্যে আজারবাইজানের ১১ সেনা ও আর্মেনিয়ার চার সেনা রয়েছে। সংঘর্ষে আজারবাইজানের একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।