সর্বশেষঃ

করোনা ভাইরাস: বাংলাদেশে মোট শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়ালো

বাংলাদেশে গত ১০৩ দিনে মোট করোনাভাইরাস শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশের গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮০৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়ালো।

বর্তমানে শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জনে।

এছাড়া এ সময়ের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৩ জনে।

দেশের ৫৯টি ল্যাবে ১৬ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

এর আগে মহাপরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য দেন।

তিনি দীর্ঘদিন পর নিয়মিত এই ব্রিফিংয়ে এসে যোগ দিলেন।

তিনি জানান তিনি নিজেও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন এবং বেশ কিছুদিন তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।
যে লিঙ্গ, বয়স ও বিভাগের মানুষ মারা গেছেন:
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ৭ জন নারী। বয়সের হিসেবে..

০ থেকে ১০ বছর বয়সী – ১ জন।

২১ থেকে ৩০ বছর বয়সী- ২ জন

৩১ থেকে ৪০ বছর বয়সী- ৫ জন

৪১ থেকে ৫০ বছর বয়সী- ৩ জন

৫১ থেকে ৬০ বছর বয়সী- ৬ জন।

৬১ থেকে ৭০ বছর বয়সী- ১৪ জন।

৭১ থেকে ৮০ বছর বয়সী- ৫ জন।

৮১ থেকে ৯০ বছর বয়সী – ২ জন।

যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৮ জন, খুলনা বিভাগের ২ জন এবং রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১ জন করে বাসিন্দা।

এছাড়া হাসপাতালে মারা গেছেন ২৪ জন এবং বাড়িতে মারা গেছেন ১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *