সর্বশেষঃ

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে অর্থদণ্ড

বরিশালে শারীরিক দূরত্ব উপেক্ষা, স্বাস্থ্যবিধি না মানা এবং জনবহুল জায়গায় প্রকাশ্যে ধূমপানের দায়ে ৫ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর নথুল্লাবাদ এবং রূপাতলী বাস টার্মিনালে এই অভিযান চালায়।

এ সময় স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী শাহ আলমকে ১ হাজার ও মো. রানা নামে এক ব্যক্তিকে ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া জনবহুল স্থানে ধূমপান করার দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৪ ধারা অনুযায়ী মো. মিলন নামে এক ব্যক্তিকে ৩শ’ টাকা এবং মাস্ক না পড়ায় মো. ছাব্বির ও মিলন মিয়া নামে ২ জনকে ৫শ’ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *