সর্বশেষঃ

ব্যবসায়ীদের কথা বিবেচনা করে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেবে সরকার’

পবিত্র ঈদুল আজহায় গরু ব্যবসায়ী ও দোকান মালিকদের কথা বিবেচনা করে চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেবে সরকার।

সোমবার (১২ জুন) এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল হতে পারে চলমান কঠোর লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। শর্তমেনে খোলা যাবে দোকানপাট।

এদিকে ১৭ জুলাই শনিবার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবে কোরবানির পশুর হাট। চলবে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত। এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাসেল সাবরিন।